বরিশাল নগরে মাদক ও ভারতীয় রূপিসহ কারবারি আটক

বরিশাল নগরে মাদক ও ভারতীয় রূপিসহ কারবারি আটক

বরিশাল নগরে অভিযান চালিয়ে ১৫ হাজার ভারতীয় রূপি, ২৮ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রিত পৌনে ৩ লাখ টাকাসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ আর সদস্যরা। অভিযানে আটককৃতর কাছ থেকে ২৮ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৮৫ হাজার ৯৫৫ টাকা এবং ভারতীয় ১৫ হাজার রুপি উদ্ধার করে।

মঙ্গলবার সকালে র‌্যাব-৮ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আটককৃত মো. হারুন অর রশিদ (৬২) বরিশাল নগরের নতুন বাজার সংলগ্ন ডায়মন্ড গলি এলাকার মৃত শফি উদ্দিন মিয়ার ছেলে।
এরআগে আটক মো. হারুন অর রশিদের বসত ঘরে অভিযান চালায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ দল।

অভিযানে আটককৃতর কাছ থেকে ২৮ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৮৫ হাজার ৯৫৫ টাকা এবং ভারতীয় ১৫ হাজার রুপি উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য আটককৃত মো. হারুন অর রশিদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ৯টি মামলা রয়েছে।